ঢাকা
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫
logo
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আজ ১৮ অক্টোবর ২০২৫ শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি’।

ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক অসুস্থতাকে যতটা গুরুত্ব দেই, মানসিক অসুস্থতাকে ততটা গুরুত্ব দেইনা কিংবা মানসিক কোন বিষয় অন্যকে জানাতে স্বাচ্ছন্দবোধ করি না। এ বিষয়টি ঠিক নয়। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে তরুণ প্রজন্মসহ সকল বয়সের মানুষের মাঝে নানারকম মানসিক চাপ তৈরি হচ্ছে। মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কাউন্সেলিং সেবা গ্রহণের জন্য তিনি সকলকে পরামর্শ দেন। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

পরে, অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে টিএসসি চত্বরে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে কাউন্সেলিং সেবা, মনোবৈজ্ঞানিক মূল্যায়ন, মনোবৈজ্ঞানিক খেলা, মানসিক স্বাস্থ্য বিষয়ক বই প্রদর্শনী ও বিক্রয়, কর্মশালাসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram