ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হার। এছাড়া সর্বশেষ চারটি সিরিজেই হারের তেঁতো স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয়ান অধিনায়ক শাই হোপ। এ দিন সাইফ হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন সৌম্য সরকার। ইনিংসের প্রথম ওভারে ৭ রান তোলেন এই দুই ব্যাটার।
তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে মাত্র ৩ রান রানে রোমারিও শেফার্ডের বলে আউট হন সাইফ। এরপরের ওভারেই সাজঘরের পথ ধরেন সৌম্য। ৬ বলে মাত্র ৪ রান করেন তিনি।
শুরুতেই এই দুই ব্যাটারকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।