অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
বাছাইয়ের বৈতরণী পেরুতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না আলপি-সুরভিদের। কঠিন সমীকরণের ম্যাচে ষষ্ঠ মিনিটে বক্সে সুরভী রানী প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় চাইনিজ তাইপে। স্পট কিকে দলকে এগিয়ে দেন উ-কাই জুয়ান।
৩৪ মিনিটে তাইপের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ঝং ইয়ুনকিয়ান। দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল পায় চাইনিজ তাইপে। ৬৭ মিনিটে তৃতীয় গোল পায় দলটি। আর ইনজুরি সময়ে বাংলাদেশের জালে আরও দুটি গোল দিয়ে ৫-০ ব্যবধানের বড় জয় পায় চাইনিজ তাইপের মেয়েরা।