সারাবিশ্বের ন্যায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্ল্যাহ কমিউনিটি হাসপাতাল বগুড়ায় ১৭৯ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালন করা হয়েছে ১৬ অক্টোবর বৃহস্পতিবার। বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ এনেসথেসিওলজি বিভাগ কর্তৃক ২ দিন ব্যাপী প্রোগ্রাম আয়োজন করা হয়। প্রথম দিন ১৬ই অক্টোবর সকালে বর্ণাঢ্য র্যালী, সায়েন্টিফিক সেমিনার ও কেক কর্তন করা হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সার্জন ও সার্ক আইকন অব সার্জন অধ্যাপক ডাঃ মোঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম, অশোকা ফেলো এন্ড পিএইচএফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টিএমএসএসের উপ নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন, বগুড়া বিএমএ'র আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আজফারুল হাবিব রোজ, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক, নার্স, ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সায়েন্টিফিক সেমিনারে টপিক প্রেজেন্টেশন করেন ডা: মোঃ দানিয়াল রাব্বি। দ্বিতীয় দিন ১৮ ই অক্টোবর সন্ধ্যায় ডাঃ মাসুদুর রহমান হলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করে ভাবের তরী, ছুটি ব্যান্ড ও চ্যানেল আই সেরা কন্ঠের প্রতিযোগি মুহুর্ত সরকার । অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মেহেরুল আলম মিশু ও সার্বিক তত্ত্বাবধানে ডাঃ দেবাশীষ সরকার।