নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে ১০টি ডিম ও ১১টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মো. সাখারুল মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে পদ্মগোখরো সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ১৬ ও ১৭ অক্টোবর তারিখে ওই বাড়ি থেকে আরও ৩টি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। এ ছাড়া দুই সপ্তাহ আগে একই বাড়ির আশপাশ থেকে স্থানীয়রা একটি বড় বিষধর পদ্মগোখরো সাপও মেরে ফেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির স্বয়ংকক্ষে (শয়নকক্ষ) এখনো আরও সাপ থাকতে পারে। বাড়ির ২ বছরের শিশু সন্তানটি প্রথমে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করলে মা, বাবা ও দাদি ঘটনাস্থলে ছুটে গিয়ে বিছানার চাদরের নিচে সাপের বাচ্চাগুলো দেখতে পান।
ঘটনাটি এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে সাপ ধরায় অভিজ্ঞ জীবন সরকার সাপুড়িয়া ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। বর্তমানে বাড়িটি ঘিরে স্থানীয়রা সতর্ক অবস্থানে আছেন।