ঢাকা
২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৫

পাকিস্তান-ভারত এবার হাত মেলাবে?

করমর্দন বিতর্কের পর আবার ক্রিকেটযুদ্ধে মুখোমুখি পাকিস্তান-ভারত। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দল দুটি। কিন্তু পাকিস্তান-ভারতের এই মহারণ ঘিরে বিতর্ক প্রশমিত না হয়ে উল্টো মঞ্চস্থ হচ্ছে নতুন নাটকীয়তা! গতকাল দুবাইয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন করেনি পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট করেছিল তারা।

ওদিকে করমর্দন বিতর্কের অন্যতম কেন্দ্রীয় চরিত্র, যাঁকে না রাখার জন্য আইসিসির দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেই অ্যান্ডি পাইক্রফটকেই নাকি পাক-ভারত দ্বৈরথের ম্যাচ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে আইসিসি।

পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তলানিতে। এমন বৈরী আবহের মধ্যে মুখোমুখি হয়েছিল ক্রিকেটের এই দুই পরাশক্তি। ওই ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়রা।

এমনকি টসের পরও করমর্দন হয়নি দুই অধিনায়কের। ক্রিকেটের সৌন্দর্য বজায় রেখে আজ কি প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন ভারতীয় ক্রিকেটাররা? ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, নিজেদের অবস্থানে দেশটি অনড়। এ নিয়ে প্রশ্ন করা হলে, তা পুরোপুরি পাশ কাটিয়ে গেছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও, ‘ব্যাট ও বলে দারুণ লড়াই হবে।’ সতীর্থদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘রুম বন্ধ করো, ফোন বন্ধ করো এবং ঘুমাও।

আমার মনে হয়, সব কথা থামিয়ে দেওয়ার এটাই সর্বোত্তম পন্থা।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram