ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে খুঁজে পেল স্বস্তির জয়। প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার পর শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়ে নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ পেল রুবেন আমোরিমের দল।
খেলার শুরুতেই চেলসির জন্য নেমে আসে বিপর্যয়। মাত্র পাঁচ মিনিটের মাথায় গোলকিপার রবার্ট সানচেজকে লাল কার্ড দেখান রেফারি।
ব্রায়ান এমবেউমোকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় সরাসরি মাঠ ছাড়তে হয় তাকে। সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে সময় নেয়নি ইউনাইটেড।
৩৭ মিনিটে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ক্লাবের হয়ে নিজের শততম গোল করে দর্শকদের মাতান। এরপর লুক শর দৃঢ় প্রচেষ্টার পর বল ধরে মাথা দিয়ে জালে পাঠান কাসেমিরো।
২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নায়ক থেকে খলনায়ক বনে যান কাসেমিরো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে দুই দলই সমান ১০ জনে নেমে আসে।
পরিসংখ্যানে বিরল এক ঘটনা ঘটল—প্রিমিয়ার লিগ ইতিহাসে ২০১২ সালের পর প্রথমবার কেউ একই ম্যাচের প্রথমার্ধে গোল করে লাল কার্ড দেখলেন।
দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চেলসি। শেষ দিকে ট্রেভো চালোবার হেডে ব্যবধান কমায় লন্ডনের দল। তবে এরপর আর তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি এনজো মারেসকার শিষ্যরা।
ম্যানচেস্টার ডার্বির হারের পর প্রবল চাপের মুখে ছিলেন তিনি। এই জয় তাই তার জন্য ‘জীবনরেখা’ হয়ে এল। ওল্ড ট্র্যাফোর্ডে ২০১৩ সালের পর প্রথম জয়বঞ্চিত থেকে ফিরল চেলসি।