ঢাকা
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪১
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই চেয়ারম্যান

পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ (পিটিআই)- এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ‘কখনই মাইনাস হতে পারেন না।’ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গওহর আলী জোর দিয়ে বলেন, ইমরান পাকিস্তানের মানুষের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা হিসেবে এখনও আছেন

ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে জিও নিউজকে গওহর বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা এমন নেতা নন যে আপনি তাকে মাইনাস করার কথা ভাবতেও পারেন।’

এ সময় রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিকভাবে চিন্তাভাবনা এবং ইতিবাচক চিন্তাভাবনা করার আহ্বানও জানান তিনি।

এরপর গওহর কর্তৃপক্ষের কাছে পিটিআই প্রতিষ্ঠাতা, বুশরা বিবি এবং তাদের পরিবারের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার আহ্বান জানান।

‘বৈঠকের আয়োজন করুন, নেতিবাচক আলোচনার পরিবর্তে ভালো কিছু বেরিয়ে আসতে দেখবেন। তিনি বলেন।

রাজনৈতিক ভাষ্য এবং সংবাদ সম্মেলনের সমালোচনা করে গওহর বলেন, এখন যে আলোচনা চলছে তা কেবল পাকিস্তানের শত্রুদের খুশি করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা এই পরিস্থিতিতে ঘুমাতে পারবে না।

তিনি আরও বলেন, জনগণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমরা এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছি যে মানুষ আশা হারিয়ে ফেলছে।

এদিকে, গত সপ্তাহ থেকে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যখন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে পিটিআই প্রতিষ্ঠাতার সমালোচনা করেন।

আইএসপিআর মহাপরিচালক পিটিআই প্রতিষ্ঠাতাকে একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন।

এরপর মন্ত্রীরা পিটিআইয়ের সাথে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন। জোর দিয়ে বলেন যে খান ছাড়াই যেকোনো আলোচনা হওয়া উচিত।

তথ্যসূত্র: ডন

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram