শ্রোতাপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু। ব্যক্তিগত জীবনে রীতা ভট্টাচার্যের সঙ্গে প্রথম সংসার বাঁধেন এই গায়ক। বিয়ের পর টিভি অভিনেত্রী কুনিকা সদানন্দর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান কুমার শানু। এ নিয়ে জলঘোলা কম হয়নি।
বলিউড অভিনেতা সালমান খান সঞ্চালিত বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের উনিশতম সিজনে অংশ নিয়েছেন কুনিকা। এ শোতে অংশ নেওয়ার পর থেকে গায়ক কুমার শানুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে টানা কথা বলেছেন তিনি। কুনিকা জানান, কুমার শানু তাকে ছেড়ে অন্য কারো জন্য চলে গিয়েছিলেন। এই ঘটনার জন্য গত ২৭ বছর ধরে শোকাহত কুনিকা।
কুনিকার এসব মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে শোবিজ অঙ্গনে। যদিও এ নিয়ে মুখ খুলেননি কুমার শানু। তবে তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য নীরবতা ভেঙেছেন।
রীতা ভট্টাচার্য বলেন, “সে (কুনিকা) যখন বলছেন শানুজি কারো সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন উনিও তাই করছিলেন। শানুজি যখন উনার (কুনিকার) সঙ্গে ছিলেন, তখন আমরা জানি তারা (কুনিকা-কুমার শানু) সম্পর্কে ছিলেন। অথচ তখনো উনি আমার স্বামী ছিলেন। তখন আমার ছেলে আমার গর্ভে ছিল।”
কুনিকা যদি ২৭ বছর ধরে দুঃখ চেপে রেখেই থাকেন, তাহলে তার ২৬ বছর বয়সি ছেলের ব্যাখ্যা কী? এই প্রশ্ন সামনে রেখে রীতা ভট্টাচার্য বলেন, “সে (কুনিকা) বলছেন, ২৭ বছর ধরে দুঃখ চেপে রেখেছেন। কিন্তু তার তো ২৬ বছর বয়সি ছেলে আছে। তাহলে এত দুঃখ কোথা থেকে এলো? আমরা তো কোনোদিন শুনিনি যে, বিবাহিত থাকার পরও কেউ কারো সঙ্গে সম্পর্কে থাকতে পারেন। আপনি একজন মা, আমি আপনার বিরুদ্ধে কিছু বলছি না, আমি শুধু সত্যটা বলছি। আপনার যদি ২৬ বছরের ছেলে থাকে, তাহলে আপনি কীভাবে বলছেন আপনি ২৭ বছর ধরে দুঃখে আছেন?”
আশির দশকের শেষের দিকে রীতা ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কুমার শানু। এ সংসারে তাদের তিনটি সন্তান রয়েছে। ১৯৯৪ সালে রীতার সঙ্গে কুমার শানুর বিবাহবিচ্ছেদ হয়। তবে রীতার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় কুনিকার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান কুমার শানু। তখন কুনিকাও বিবাহিত। মাত্র ১৮ বছর বয়সে দিল্লির অভি কোঠারিকে বিয়ে করেন কুনিকা। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রথম সংসার ভাঙার পর বিনয় লাল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন কুনিকা। তখন এ অভিনেত্রীর বয়স ৩৫ বছর। এ সংসারেও একটি পুত্র সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারও টিকেনি কুনিকার। অন্যদিকে, কুমার শানুর সঙ্গে কুনিকার পরকীয়া সম্পর্ক আর পরিণয় পায়নি। ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তাদের দুটো কন্যা সন্তান রয়েছে।