‘বেপরোয়া এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের’ অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় এক এক্স পোস্টে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালে কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের প্রতি আদেশ অমান্য করার এবং সহিংসতা উসকে দেওয়ার আহ্বান জানিয়েছে।
পেত্রোর এই বেপরোয়া এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য আমরা তার ভিসা বাতিল করব।’ তবে কলম্বিয়ান প্রেসিডেন্ট ঠিক কী বলেছেন সেটা ওই পোস্টে উল্লেখ করে হয়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন তিনি। এ সময় তাকে বক্তৃতা দিতে দেখা যায়।