রাজিবপ্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে-২০২৫। মঙ্গলবার বিকেল ৩ টায় শ্রীপুর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের সভাপতিত্বে এস আই শামীম আল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড: চৌধুরী মো: যাবের সাদেক।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর সার্কেল এএসপি মোহাম্মদ আফজাল হোসেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহম্মেদ। শ্রীপুর মডেল থানার অপারেশন অফিসার নয়ন কর সহ মাওনা হাইওয়ে ও ফাড়ির পুলিশ সদস্য ও কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এসময় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উন্মুক্তভাবে আলোচন ও বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার বিষয় তুলে ধরেন উপস্থিত বক্তারা। বিশেষ করে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোরগ্যাং সহ নানা অপরাধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেদিকে বিশেষ নজর রাখার অনুরোধ জানিয়েছেন উপস্থিত জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ওপেন হাউজ ডে-২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং গাজীপুর জেলা পুলিশ সুপার ড.চৌধুরী মো: যাবের সাদেক বলেন, আলোচনার প্রতিটি বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে। বিশেষ করে মাদক, কিশোরগ্যাং এর তত্পরতাসহ চুরি ছিনতাইয়ের বিষয়ে আর নজরদারির পাশাপাশি অপরাধ নির্মূলকল্পে কাজ করে যাবে পুলিশ।