চন্দনাইশে (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ২৪৭ জন ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৬৪ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর সানজিদা জাফর চৌধুরী পপি, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।
পরে প্রধান অতিথি ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গম অঞ্চল ও যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং যে সকল অসুবিধা রয়েছে তা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।