নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বন্দরের রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি নারী মোছা. সাথী মনি (২০) দিনাজপুরের বিরামপুর থানার শান্তিনগর এলাকার মো. তাইজুল ইসলামের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী র্যাবকে জানায়, কুমিল্লা থেকে বিশেষ ধরনের কৌশলে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়।
এর পরবর্তী গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে গাঁজাসহ ওই মাদক কারবারি নারীকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় হস্তান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।