মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে গৃহকর্তাকে জিম্মি করে দুই বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের সোবহান হাওলাদারের (৬০) ও তাঁর ভাতিজা জহিরুল ইসলামের আধাপাকা ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়।
গৃহকর্তা জহিরুল ইসলাম বলেন, গত সোমবার গভীর রাত থেকে বৈরী আবহাওয়া ও প্রচুর বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে মুখোশ পরা একদল লোক ঘরের দরজা ভেঙে প্রবেশ করে কাপড় দিয়ে সবার চোখ-মুখ বেঁধে ফেলে। তাঁরা নিজেদের ডাকাত পরিচয় দেয় এবং ঘরের সব আসবাবপত্র অগোছালো করে ১৮ হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।
সোবাহান হাওলাদার বলেন, কয়েকজন মুখোশধারী লোক তাঁর পাকা বসতঘরের দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ডাকাত পরিচয় দিলে তিনি ভয়ে অসুস্থ হয়ে পড়েন। ডাকাতরা তখন তাকে পানি পান করতে দেন। এসময় তার স্ত্রীও পাশে ছিলেন। এরপর তার ঘরের কয়েকটি আলমারি ভেঙে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ১০ হাজার টাকা নিয়ে চলে যায় ডাকাতদল।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।