সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ও কুৎসা রটনাকারী ছাত্রলীগে নেতা কামরান হোসেন রিয়াদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ৫৩নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল ১১ ঘটিকায় ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কার্যালয়ের সামনে মানববন্ধন সহ সন্ধ্যার পর সাংবাদিক সম্মেলন করেছে ৫৩নং ওয়ার্ড বিএনপি।
মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর দক্ষিণ ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু। তার সাথে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের বেশ কয়েকজন নেতাকর্মী।
মানববন্ধনের এক বক্তব্যে ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর খান লিপু বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কুলাঙ্গার কুৎসা ও রটনাসহ প্রতিনিয়ত বিদ্বেষ ছড়াচ্ছে। ফ্যাসিবাদ সরকারের পতনের পর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রলীগের এই সাংগঠনিক সম্পাদক বিদেশে পালিয়ে গিয়ে প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছে।
তিনি আরো বলেন, অনতিবিলম্বে এই কুলাঙ্গারকে দেশে এনে শাস্তির আওতায় আনার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে আগামীতে এই ধরনের কাজ থেকে বিরত থাকে।