কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃতরা হলেন, মো: নিজাম (৪০) ও মো: নজরুল (৪০)।
২৩ এপ্রিল রাত ১১ টা থেকে ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত মাটিকাটা রোধে ৯ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় তিনি বলেন, ফসলী জমির মাটি জোরপূর্বক কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ২ জন আটক করে যথাক্রমে ৭ দিন ও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৪টি ট্রাক আটক করা হয়। আটককৃত ট্রাকগুলো বিআরটিএ এর হেফাজতে রাখা হয়েছে। অভিযানে তাঁকে সহায়তা করেন সেনাবাহিনী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।