নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মোসফিকা আক্তার (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় নামক এলাকায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মোসফিকা একই ওয়ার্ডের বাশঁতলা নামক এলাকার মো.মোস্তফা কামালের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মোসফিকা ও সামি সিকদারের প্রেমের সম্পর্ক ধরে গত এক বছর আগে বিয়ে হয়। সামি প্রায় এক মাস পূর্বে সৌদি আরবে যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।