কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলায় নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর গলায় বিদ্যুতের তার পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টায় উপজেলার মহিপুর বাজারে একটি যন্ত্রপাতির দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মো: মজিবর হাওলাদার (৩৫) উপজেলার লতাচাপলী ইউনিয়নের মৃত মো: সোবহানের ছেলে। তিনি মহিপুর বাজারে যন্ত্রপাতির দোকান চালাতেন।
স্থানীয়রা জানান, এক ব্যক্তি মজিবরকে খোঁজ নিতে গিয়ে দোকানটির সাঁটার বন্ধ অবস্থায় দেখতে পান। পরে সাঁটার পুরোটা খুলে ভেতরে মজিবরের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মজিবরের মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মজিবরের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’