নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হারুন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
গত রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
হারুন উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। সে গাজীপুর থেকে ইয়াবা নিয়ে এসে পৌরশহর ও উপজেলার বিভিন্ন গ্রামে বিক্রি করতো।
পুলিশ জানায়, ডিবি টাঙ্গাইলের (উত্তর) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রফিক রাজু স্কুলের পূর্ব দিকের সড়কে সখীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালায়। ওই বাসায় মাদক কারবারি হারুন ভাড়া থাকতো। জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুনকে আটক করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তদন্ত চলমান।