গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২০ এপ্রিল) অনুমোদনহীন বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাাদ্য উৎপাদন করায় নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে শাহগঞ্জ বাজার সংলগ্ন ফুলবাড়িয়া নামক স্থানে অভিযান চালায়। এসময় দেখা যায় মোজাম্মেল নামক ব্যক্তি পরশমনি ফুড প্রোডাক্টস, কিশোরগঞ্জ নামে ভুয়া মোড়ক লাগিয়ে বেনামে বেকারির ব্যাবসা করে আসছে। এছাড়া বেকারির সার্বিক পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বেকারিতে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ভুয়া নামে খাদ্য উৎপাদন করার অপরাধে নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত ৩০ ( ত্রিশ হাজার টাকা) অর্থদন্ড করে। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের এ ধরণের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।