

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় গোল চত্বরের চারপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ মার্চ) সকালে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বেকু দিয়ে ৪০টি অবৈধ স্থাপনায় তৈরী দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ সময় সরাইল উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সিরাজুম মনিরা কায়ছান, সরাইল থানার ওসি মোঃ রফিকুল হাসান, খাটিহাতা হাইওয়ে পুলিশও এ অভিযানের অংশ নেয়।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

