মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো. কামরুল ইসলাম (৪৩) কে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার মো. কামরুল ইসলাম (৪৩) ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।