সাতক্ষীরায় ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন।
রোববার (২৫ মে) ভোর ৫টার দিকে বৃষ্টি শুরু হয়ে কিছুক্ষণ থেমে থাকলেও সকাল ৭টার পর থেকে তা টানা শুরু হয়।
বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাটে যান চলাচল কমে গেছে। বাজারসহ বিভিন্ন এলাকায় লোকসমাগমও ছিল স্বাভাবিকের তুলনায় কম। ছাতা বা পলিথিন মাথায় দিয়ে অনেকে কাজে বের হলেও, অনেকেই থেকে গেছেন ঘরেই।
রেহেনা বেগম বলেন, বাড়িতে পানি নেই। তাই বৃষ্টির মধ্যেই নিতে এসেছি। কাজ তো বন্ধ রাখলে চলবে না।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ সময় ঘরের ভেতরে বা নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।