সাভার প্রতিনিধি: আশুলিয়ায় হাবিব সিএনজি স্টেশন নামে একটি গ্যাস পাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থালেই আহত হয় ৩ জন।
বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে আশুলিয়া পলাশবাড়ী হাজী জামাল উদ্দিন মটর পার্টস মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার ইমরাম হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের সন্তান কাজী মিনহাজ (১১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে আশুলিয়া পলাশবাড়ী হাজী জামাল উদ্দিন মটর পার্টস মার্কেট সংলগ্ন ঢাকা মেট্রো গ ১৫-৬৫৫৯ একটি প্রাইভেট কার গ্যাস নিতে হাবিব সিএনজি স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে প্রাইভেট কারটি সিলেন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আহত হন অন্তত ৩ জন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।