কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে জেলা প্রশাসক নাফিসা আরেফিন উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, ভূমি অফিসসহ সব প্রতিষ্ঠানে জনগণ সবসময় সেবা পাবে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের। তারা যাতে প্রতিষ্ঠানে আসতে ভয় না পায়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দিল আফরোজ, উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।