স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে স্থানীয় জনতার হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০জনকে আসামি করে গোপালগঞ্জ থানায় মামলা হয়েছে।
আহতরা হলো- কৃষি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইয়াজদানি আলী, একই বিভাগের ৩য় বর্ষের ছাত্র মাহাদি হাসান তাহমিদ, এসিসিই বিভাগের সেলিম রেজা, একই বিভাগের আব্দুল্লাহ আল খালিদ ও আসাদুল্লাহ গালিব।
আহত শিক্ষার্থীরা জানায়, তারা শহরের নতুন স্কুল রোড এলাকায় বাসা ভাড়া নিয়ে মেস করে থাকে। নানা কারণে স্থানীয়দের টার্গেটে পরিণত হয় এখানে থাকা শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলায় ৮ জন শিক্ষার্থী আহত হয়। পরে খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় এসে জড়ো হয়। এ সময় তারা আসামিদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মাদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রদের পক্ষ থেকে সেলিম রেজা নামে এক ছাত্র মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত ইফতি মাহমুদ ও তার পিতা কবির মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।