গাজীপুর প্রতিনিধি: ইজতেমায় আরো এক মুস্লল্লির মৃত্যু হয়েছে। নিহত ছাবেত আলী (৭০) শেরপুর জেলার শ্রীবরদী থানার ৩ নং রানী গ্রামের আব্দুল্লার ছেলে। তিনি ৪৬ নং খিত্তায় ষ্ট্রোক করে মারা গেছেন।
এ নিয়ে আগত মুসল্লিদের ভিতর মোট ২ জন ইন্তেকাল করলেন।
তাবলীগ জামাতের শুরায়ী নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।