প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: বেলাবতে এক রাতে দুটি কম্পিউটার দোকান'সহ ছয় দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। সকালে ব্যবসায়ীরা বাজারে গিয়ে দেখে দোকান ঘরের টিনের চাল কেটে চুরেরা সর্বস্ব চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানিরা অসহায়ের মতো কাঁদতে থাকে।
ব্যবসায়ীরা জানান, চোরেরা ঘরের চালের টিন কেটে কয়েক লক্ষ টাকার মালামাল ও ক্যাশে রাখা নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অমি কম্পিউটারের মালিক মোঃ ফারুক মিয়া বলেন, আমার দোকান থেকে মোবাইলের ডিসপ্লে, ব্যাটারী'সহ আনুষঙ্গিক প্রায় কয়েক হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বাংলাদেশ কম্পিউটার এন্ড ফটোকপি দোকানের মালিক জানান, আমি সকালে দোকানে আইসা দেখি দোকানের জিনিসপত্র অগোছালো ভাবে পড়ে আছে। আমার দোকান থেকে ৫০-৬০ হাজার টাকার মোবাইলের মিনিট কার্ড, এমবি কার্ড ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
বেলাব বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি বলেন, আমি চুরির ঘটনা শুনেছি। ব্যবসায়ীরা নিয়মিত পাহাড়াদারদের বেতন প্রদান করেন না। একারণে পাহাড়াদাররাও নিয়মিত ডিউটিও করেনা। এসব কারনে দিন দিন চুরির ঘটনা বাড়ছে বলে আমি মনে করি।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।