নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসচ্ছল ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে ১১৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে লাবীব গ্রুপের চেয়ারম্যান ও সালাউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের রাইদা ভবনে প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
এসময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমিন মুকুল, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।