মানিকগঞ্জ প্রতিনিধি: গত ১৬-১৭টি বছর শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এমন সংস্কার করুন যাতে করে ফ্যাসিবাদের উত্থান আর না হয়।
আজ রোববার (২৬ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি অন্য কাজগুলোও একসাথে করতে হবে। বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। মানুষের সুখ-শান্তির কথা ভাবতে হবে। পুলিশের সংস্কার করতে হবে। বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। সংস্কার হলো ধারাবাহিক প্রক্রিয়া। পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে হবে তাহলেই আসল সংস্কার হবে। আর যেন কোনো মিটিং মিছিলে শর্টগানের গুলি না চলে সে ব্যাবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, গত ১৬-১৭টি বছর শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল। মিছিল বের করলে পুলিশ শটগান দিয়ে গুলি করত। ফেসবুকে স্ট্যাটাস দিলে পুলিশ বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে জেলে পাঠাত। প্রতিবাদ করলেই মামলা, নিপীড়ন আর গুম হতে হতো।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করেছে। তিনি এবং তার পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশকে করেছিল জ্ঞানশূন্য। সর্বত্রই প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি চালু করেছিল। না লেখলেও পাস করিয়ে দেওয়া হতো। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে। এর থেকে উন্নতি ঘটাতে হলে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বক্তব্য রাখেন।