শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলার শিবচরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার নিজ উদ্যোগে তার বাড়িতে ইউনিয়নের বিভিন্ন এলাকার ১১৫টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল ও দুই লিটার তেল বিতরণ করা হয়।
এসময় শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন, আমার নেতার জন্মবার্ষিকী উপলক্ষে আমি আজ এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।অতিতেও আমাদের এই এলাকায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।