আড়াইহাজারা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ আসামিকে কোর্টে প্রেরণ করেছে।
তারা হলো- মামলা নং ১২ (৮) ২৪ এর রিমান্ডের আসামি কাহিন্দী গ্রামের মুনসুর আলীর ছেলে জাকির (৫০), দস্তরদী এলাকার জামাল মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া (৩৪), জি আর প্রসেস নং- ৫৪/২৫ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আগুয়ান্দী এলাকার মৃত ফয়জুদ্দিনের পুত্র মো. দুলাল।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তাদেরকে প্রত্যেকের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।