রাজধানী ঢাকার আরামবাগের গ্রীনলাইন পরিবহনের বাস কাউন্টার-৪ থেকে মো: রাজিব হোসেন নামে একজনের ব্যাগ চুরি হয়েছে। গত ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টায় কাউন্টার থেকে তার ব্যাগ চুরি হয়।
এ ঘটনায় গত ১৯ জানুয়ারি তিনি মতিঝিল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে সহকারী অধ্যাপক।
থানায় দায়ের করা এজাহারে তিনি জানান, গ্রীনলাইন পরিবহনের বাস কাউন্টার থেকে তার ব্যাগ চুরি হয়। চুরি হওয়া ব্যাগটিতে ছিল পাসপোর্ট, ল্যাপটপ, ব্যাংক কার্ড, নগদ টাকা, পেনড্রাইভ, ইয়ারপড, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।
ভুক্তভোগী জানিয়েছেন, তিনি চীন থেকে ফিরে নড়াইল যাওয়ার জন্য মতিঝিল গ্রীনলাইন পরিবহনের বাস কাউন্টারে এসেছিলেন। টিকিট কেটে তিনি কাউন্টারের সামনে একটা বাস আসলে দেখতে গিয়েছিল সেটা তার গন্তব্যের বাস কিনা, মাত্র ১ মিনিটের ব্যবধানে ফিরে এসে দেখেন ব্যাগ নেই।
তিনি আরও জানান, কাউন্টারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত ব্যক্তি তার ব্যাগটি চুরি করে নিয়ে পালিয়েছে।
এ বিষয়ে মতিঝিল থানার তদন্তকারী কর্মকর্তা মো: আনিছুর রহমান জানান, ব্যাগসহ মূল্যবান জিনিস উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।