সম্প্রতি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তালুকদার বাড়ি চৌরাস্তা মোড় সংলগ্ন মাঠে মরহুম মঞ্জু হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলাল তালুকদার, আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের সাবেক জিএস মাইনুল ইসলাম মিন্টু, দেওয়ানগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম রুহেল, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. খাদেমুল ইসলাম (অলিদ), বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ উদ্দিন আহম্মেদ জুয়েল ও আলম হোসেন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক শেখ ফরিদ ও সহকারী শিক্ষক বিষ্ণু চন্দ্র। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয়নাল।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও এআর ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান সুমন।
টুর্নামেন্ট উদ্বোধনকালে আশিকুর রহমান সুমন বলেন, মরহুম মঞ্জু হোসেন হোসেন একজন সৎ ও উদ্যোমী ব্যক্তি ছিলেন। তাঁর স্মরণে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট প্রেমীদের মাঝে অন্য এক চেতনা তৈরি করবে। তিনি আরো বলেন, বর্তমান যুব সমাজ যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে তাহলে তারা বিভিন্ন ধরণের নেশা ও মাদক থেকে দুরে থাকবে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে ১২টি টিম অংশগ্রহণ করছে। আগামী ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।