কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, শিক্ষাই হচ্ছে আমাদের জাতির মেরুদন্ড। কিন্তু গত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জোরপূর্বক এই জাতির ঘাড়ে চেপে বসে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে শক্তিশালী করে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
তিনি আজ সকালে কালিন্দীতে কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, চার বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দীর্ঘদিন জেল খাটিয়েছেন। তিনি এখন চিকিৎসার জন্য বিদেশে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
এ সময় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান, বিএনপি নেতা মেহবুব হোসেন, সাইদুর রহমান আংকু, শামসুল হক লিটন, সেলিম রেজা, ডিপ্টি ও মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।