প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলার বেলাব পাইলট মডার্ণ সরকারি মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনয় চন্দ্র মোদক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে সহকারী কমিশনার ভূমি মোঃ আল আমিন হালদার এর নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ, সহকারী শিক্ষক আমিরুল এহসানসহ অনেকে বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক বলেন, অনয় চন্দ্র মোদককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সুুষ্ঠু বিচার দাবি করছি।
উল্লেখ্য, ১৪ জানুয়ারি সন্ধ্যায় খাতা কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। ঐ রাতেই অজ্ঞাত নাম্বার থেকে অয়নকে তাকে অপহরণ করা হয়েছে বলে চাওয়া হয় এক লক্ষ টাকা মুক্তিপণ।
অপহরণকারীদের তাদের কথামত মুক্তিপণ হিসাবে প্রথমে দেওয়া হয় ২০ হাজার টাকা, দ্বিতীয় বার দেওয়া হয় ৮০ হাজারসহ মোট একলক্ষ টাকা। তাদের কথামত অনয়কে জীবিত পাওয়ার আশায় কয়েক দফায় বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকা দেওয়া হলেও ১৯ জানুয়ারি রবিবার বিকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দিঘলদীকান্দার সুইজ গেইট সংলগ্ন ব্রহ্মপুত্র নদ হতে অনয়ের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেলাব থানার অফিসার ইনর্চাজ মীর মাহবুবুর রহমান বলেন, আমরা এবং জেলা পুলিশ সিরিয়াসলি বিষয়টিকে রিসিভ করেছি। এ ব্যাপারের তদন্ত অব্যাহত আছে, ইনশাআল্লাহ তদন্তে আমরা অনেক এগিয়েছি।