ঢাকা
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

আড়াইহাজারে বিএনপি নেত্রীর লিফলেট বিতরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করছেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াই হাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী, ইলমদী, সেনদী, মাদবদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী, ফাউসা বাজার, মারুয়াদী, লেঙ্গুরদী, ইদবারদী, বালিয়া পাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেন।

পথসভায় পারভীন আক্তার বলেন, ৩১ দফা কর্মসূচীর লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌছানোর কার্যক্রম চলমান থাকবে। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে, চোর ডাকাতকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। পারভীন বলেন, আতঙ্কের আড়াইহাজার চান না, শান্তির আড়াইহাজার গড়াই পারভীন আক্তারের মূল লক্ষ্য।

তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কোন অপরাধী অপরাধ করার আগেই পুলিশ যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রনে থাকে। আড়াইহাজার উপজেলা সদর সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম, স্বজনপ্রীতি, কোন সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানিয়ে মানবিক ডাক্তার হিসেবে রোগীদের সু-চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান।

এসময় পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজল ফকির, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকনসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram