আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে ৯ কেজির বোয়াল ধরা পড়েছে বলে জানা গেছে। রবিবার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীতে বাসুদেব হালদার নামের জেলের হাজারি বরশিতে বোয়াল মাছটি ধরা পড়ে।
আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের জেলে ও আড়তদার জানান, রবিবার সন্ধ্যায় বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসুদেব হালদার পদ্মা নদীতে হাজারি বরশি দিয়ে মাছ ধরতে যান। রবিবার দিবাগত মধ্যরাতে বরশিতে বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য আজ সোমবার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন বাসু। পরে ৯ কেজির বোয়ালটি ১২ হাজার টাকায় বিক্রি করেন।
মৎস্য শিকারী বাসুদেব হালদার জানান, গতকাল রোববার মধ্যরাতে পদ্মায় বরশি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে। আজ সকালে আড়তে এনে ডাকে ১২ হাজার টাকায় বিক্রি করি। তবে বরশির মাছ হওয়ায় আর তোলার সময় একটু দাগ হওয়ায় দাম কম হাকাইছে মাছ ব্যবসায়ীরা।
আড়তদার সুবল রাজবংশী জানান, পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড় মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসু। হাকডাকে ১২ হাজার টাকায় বোয়ালটি আরেক আড়তদার হৃদয় রাজবংশী কিনেছেন।
আড়তদার হৃদয় রাজবংশী বলেন, আমার বন্ধুর জন্য আজ আমি ৯ কেজির বোয়াল ১২ হাজার টাকায় কিনেছি। তবে বরশির মাছে হালকা দাগ ছিল তাই মাছটির দাম কম গেছে।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল হক ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।