ঢাকা
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৫

বেলাবতে নিখোঁজের ৫ দিন পর নদীতে ভেসে উঠলো শিশু অনয়ের লাশ

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৫ দিন পর আড়িয়াল খাঁ নদীতে ভেসে উঠেছে ১৩ বছরের এক শিশুর লাশ। ভেসে উঠা লাশটি নিখোঁজ স্কুল ছাত্র অনয়ের বলে দাবি অনয়ের পরিবারের। তবে পুলিশ বলছে ডিএনএ টেস্টের আগে নিশ্চিত হওয়া যাবেনা লাশটি কার।

অনয় চন্দ্র মোদক বেলাব উপজেলা বেলাব মাটিয়াল পাঁড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। সে বেলাব পাইলট সরকারি মডার্ণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। অনয় নিখোঁজের পর অজ্ঞাত নাম্বার থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয় এক লক্ষ টাকা।

অপহরণকারীদের কথামতো মুক্তিপণ হিসাবে প্রথমে দেওয়া হয় ২০ হাজার টাকা, দ্বিতীয় বার দেওয়া হয় ৮০ হাজার টাকা। তবু তাকে অপহরণকারীরা ছাড়েনি বলে অনয়ের পরিবার গণমাধ্যমকে জানান।

আড়িয়াল খাঁ নদে ভাসমান লাশটি নিখোঁজ স্কুল ছাত্র অনয়ের বলে তার পরিবার দাবি করলেও পুলিশ বলছে লাশটি কার এটি ডিএনএ টেস্ট করার পরই নিশ্চিত হওয়া যাবে। কারণ লাশ ফুলে বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছেনা।

জানা যায়, চলতি মাসের ১৪ তারিখে সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক বেলাব মাটিয়াল পাঁড়া নিজ বাড়ি থেকে শিক্ষা উপকরণ ক্রয় করার জন্য বেলাব বাজার হতে নিখোঁজ হয়। পরে নিখোঁজ অনয়ের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই দিন রাতেই বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যা পরবর্তীতে ১৬ জানুয়ারি সাধারণ ডায়েরিটি মামলায় রুপান্তরিত হয়। বেলাব থানা মামলা নং-১৬।

এদিকে অনয় নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ নিয়ে লেখালেখি করার পর অজ্ঞাত নাম্বার থেকে অনয়ের পরিবারের নাম্বারে এক লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়। তাদের কথামত বিকাশের মাধ্যমে দেয়া হয় একলক্ষ টাকা মুক্তিপণ।

এদিকে অপহরণকারীদের মোবাইল নাম্বার ট্র্যাকিং করে বেলাব থানা পুলিশ। সেখানে তাদের অবস্থান দেখায় বরিশালের ভোলায়। এ নিউজ লেখার সময় পর্যন্ত বেলাব থানার পুলিশের একটি টীম অনয়কে উদ্ধারের জন্য বরিশালের ভোলায় অবস্থান করছে বলে থানা সূত্রে জানা গেছে।

এরই মধ্যে আজ রোববার বিকালে নিখোঁজ অনয়ের গ্রামের পাশের গ্রাম বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবির সদস্যরা পরিদর্শন করেছেন।

অনয়ের পরিবারের দাবি এটি হত্যাকান্ড। তারা অনয় হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিখোঁজ অনয়ের চাচাতো ভাই পলাশ মোদক বলেন, অনয় নিখোঁজ হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। নিখোঁজের সংবাদ পেয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলে একটি অজ্ঞাত নাম্বার থেকে আমাদের ফোন করে জানানো হয় তারা অনয়কে অপহরণ করেছে।
তাদের কথামত অনয়কে জীবিত পাওয়ার আশায় কয়েক দফায় বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকাও দিয়েছি। কিন্তু অনয়কে জীবিত পাইনি, পেয়েছি মৃত অবস্থায়। তারা অনয়কে হত্যা করেছে।

বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, নদীতে ভাসমান মরদেহের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নিখোঁজের স্বজনরা ধারণা করছেন, এটি অনয়ের মরদেহ। লাশ সুরতহাল ও ডিএনএ পরীক্ষা শেষে জানা যাবে এটি তার মরদেহ কিনা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram