কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান বেগম সুফিয়া মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ইমন ইসলামকে চুল কাটাকে কেন্দ্র করে বেত্রাঘাত করে আহত করায় আইসিটি শিক্ষিকা শারমিন আক্তারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় আধা ঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে যৌথবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের কে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে মহাসড়কের যানচলাচল স্বাভাবিক হয়। এর আগে, সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীরা শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে।
শিক্ষার্থীরা জানায়, এর আগেও শিক্ষিকা একাধিক ছাত্র-ছাত্রীকে বেত্রাঘাত করে আহত করে। এছাড়া ক্লাসে এসে শিক্ষার্থীদের সাথে অশ্লীল গালিগালাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করে শিক্ষার্থী ও অভিভাবকরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ক্লাস রুমে ইমন ইসলামের চুল কাটা নিয়ে বেগম সুফিয়া মডেল হাই স্কুলের আইসিটি শিক্ষিকা শারমিন আক্তার তাকে বেদম বেত্রাঘাত করে আহত করে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।