ঢাকা
২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:০৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৫

বিশ্বে প্রায় ৫০ কোটি মানুষ আধুনিক দাসত্বের মধ্যে রয়েছে

যশোর প্রতিনিধি: বিশ্বে প্রায় ৫০ কোটি মানুষ আধুনিক দাসত্বের মধ্যে রয়েছে, এর সাথে প্রতি চার সেকেন্ডে যুক্ত হচ্ছে আরও একজন করে। মূলত উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকেই বেশি এই পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যাকে মানব পাচার বলা হয়। আর পাচারের ঝুঁকিতে থারা রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম।

যশোরে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য প্রদান করেছে উইনরক ইন্টারন্যাশনাল।

বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মিলনায়তনে এই ওয়ার্কশপটির আয়োজন করা হয়। ইউএসএআইডি এর সহযোগিতায় ‘ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) অ্যাকটিভিটিস’ প্রকল্পের অধীনে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে বলা হয়, মানব পাচার সভ্যতা বিকাশের আগেও ছিল, এখনো চলছে এবং ভবিষ্যতেও হবে। আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে এটাকে কমিয়ে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি। সেজন্য মানুষকে সঠিক তথ্য প্রদান করার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে মানব পাচারের কলাকৌশল ও কুফল সম্পর্কে ব্যাপকভাবে শিক্ষিত করতে হবে।

মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ওয়ার্কশপের উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা ও সেশন জজ মো. গোলাম কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার (প্রটেকশন) নজরুল ইসলাম দীপ্ত।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিনিয়র জেলা তথ্য অফিসার রেজাউল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপ্যাল ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ভুইয়া, শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শার্শা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশানারা এবং জেলা কাজী সমিতির সভাপতি মোশারফ হোসেন।

ওয়ার্কশপে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনজীবী এবং মানব পাচার প্রতিরোধ সেক্টরের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram