পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, পাইকগাছা কৃষি কলেজটি এখন থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে খুবির নিয়ন্ত্রণে পরিচালিত হবে।
বুধবার (১৫ জানুয়ারি) তিনি পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শনে আসলে তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, পাইকগাছা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক ও পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ। এসময় পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।