রাঙামাটি প্রতিনিধি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) জিমনেসিয়াম হলরুমে ভূমি মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ও রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. আজহারুল ইসলাম মুকুল। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভূমি মেলা চলবে ২৭ মে পর্যন্ত। এসময় অতিথিরা স্টল পরিদর্শন করেন। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সেমিনার, জনসচেতনতামূলক সভা, কুইজ প্রতিযোগিতা ও ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করা হয়। এতে ১০টি স্টল অংশ গ্রহণ করেন।