ঢাকা
২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:০৪
logo
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৫

যশোরে কারারক্ষী স্বামীর বিরুদ্ধে মামলা করে বিপাকে স্ত্রী, ঘুরছেন দ্বারে দ্বারে

যশোর প্রতিনিধি: যশোরে আদালতে এক কারারক্ষী স্বামীর বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন স্ত্রী। শিশু সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না। উল্টো চার বছরের শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন কারারক্ষী স্বামী। এসব অভিযোগ এনে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন যশোর সদর উপজেলার চাচড়ার বাদশা বিশ্বাসের মেয়ে ফাতেমাতুজ জোহরা।

তার স্বামী মোরশেদ আলম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি বকশীবাজার ঢাকা সদর দপ্তরে কর্মরত। তার কারারক্ষী(১৪৮৮৮)।

মামলায় বলা হয়েছে, ২০১৯ সালের ৭ অক্টোবর তিন লাখ টাকার দেনমোহরে ফাতেমার সাথে মোরশেদের বিয়ে হয়। এ সময় মোরশেদকে মোটরসাইকেল, সোনার গহনা, বাড়ির আসবাবপত্রসহ ১০ লাখ টাকার মালামাল দেয় ফাতেমার পরিবার। শুধু তাই নয়, কারারক্ষী পদে যোগদানের জন্য আরও ৬লাখ নেয় দেওয়ান মোরশেদ আলম। গোপালগঞ্জে মোরশেদের নিজ বাড়িতে থাকতেন ফাতেমা। তাদের পুত্রসন্তান ভুমিষ্ট হয়। এরমাঝে মোরশেদের ভাই সোহেলকে বিদেশে পাঠানোর জন্য এক লাখ ও মোরশেদের ভগ্নিপতি তরিকুল ইসলামকে আরও ৫০ হাজার টাকা দেন ফাতেমার পরিবার। এরপর মোরশেদ বলে যশোরের চাচড়া থেকে ফাতেমার বাবার নামে জমি বিক্রি করে টাকা আনতে। অথবা ১০ লাখ টাকা যৌতুক দিতে বলে মোরশেদ। ওই টাকা না দেয়ায় নির্মম নির্যাতন শুরু করে মোরশেদ। এক পর্যায় ২০২১ সালের ৫ অক্টোবর মেরে জখম করে সন্তানসহ ফাতেমাকে বাড়ি থেকে বের করে দেয় মোরশেদ, তার বোন ও ভাই নাজির আলম বিশ্বাস। এরপর শিশু সন্তান নিয়ে যশোরে বাবার বাড়িতে আশ্রয় নেন ফাতেমা।

গত চার বছর বিভিন্ন ভাবে মোরশেদকে বোঝানোর চেষ্টা করে ফাতেমার পরিবার। ২০২৪ সালে ২ ডিসেম্বরের মিমাংশার জন্য যশোরে ডাকা হয় মোরশেদকে। এসময় এসে ফের ১০ লাখ টাকা যৌতুকের দাবি করতে থাকে মোরশেদ। টাকা না দিলে কেন তাকে ডেকে আনা হয়েছে এই বলে বেধড়ক মারপিট করে ফাতেমাকে জখম করে। পরে পরিবারের লোকজন ফাতেমাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে গত ২ জানুয়ারি যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ আদালতে মোরশেদ, তার মা নাজমা বেগম ও ভাই নাজির আলম বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন। একই সাথে মোরশেদের বিরুদ্ধে যৌতুক ও পারিবারিক আদালতে আরও দুইটি মামলা করেন। এরপর থেকেই বেপোরোয়া হয়ে যান মোরশেদ। মামলা করায় বিভিন্ন মাধ্যম দিয়ে ছেলে ও সন্তানকে হত্যার হুমকি দিচ্ছেন মোরশেদ। বিষয়টি নিয়ে কারা অধিদপ্তরে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি ফাতেমা। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেছেন।

ফাতেমা জানান, টুঙ্গিপাড়া বাড়ি হওয়ায় মোরশেদ ক্ষমতার দাপট দেখিয়ে গেল চারবছর নানা ভাবে তাকে নির্যার্তন করেছেন। এমনকি এ বিষয়ে অভিযোগ দিলে সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে পার পেয়েছেন তিনি। ফাতেমা মোরশেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram