শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলায় সোমবার ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘‘তারুণ্যের উৎসব-২০২৫” এর কর্মসূচির আওতায় দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টায় শরণখোলা উপজেলা পরিষদ এলাকায় যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘‘তারুণ্যের উৎসব-২০২৫” এর র্যালিতে নেতৃত্ব দেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই ও শরণখোলা প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ আলী।
দিনব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলার দশটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্টল খুলে বসেন। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধরণের উদ্ভাবনী সরঞ্জাম দর্শকদের সামনে তুলে ধরেন।