সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দর, রাজৈর বাজার ও বেপারীপাড়া মোড়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় 'দালালি না রাজপথ' 'দিল্লি না ঢাকা' ও 'জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা' এসব স্লোগান দেন তারা।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আফরান জামি, তামিম শেখ, নাঈম শেখ, জহিরুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আজগর শেখ, রাকিব কাজী, বাবু, তাওহীদ ও হোসেনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মহসিন ফকিরসহ অন্যান্য শিক্ষার্থীরা।