ঢাকা
২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:০৫
logo
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৫

গাজীপুরে চার হাজার কর্মীর মধ্যে এসপি গ্রুপের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ

শরিফ শিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: শ্রমিকদের লেখাপড়া খরচ দিতে চাই, যেসব শ্রমিক লেখাপড়া করছে তাদের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করবো। যদি কোনো শ্রমিক দেশের বাহিরে লেখাপড়া করতে ইচ্ছুক হয় তাদেরকে লেখাপড়ার যাবতীয় খরচ বহন করবে কারখানা কর্তৃপক্ষ। আমাদের কর্মীরাই আমাদের সফলতার মূল ভিত্তি। আমাদের কাজটি হয়তো ছোট মনে হতে পারে কিন্তু আমরা চেষ্টা করছি কঠিন সময়ে যাতে আমাদের কর্মী এবং তাদের পরিবার সহায়তা পায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকার এসপি গ্রুপের এএমসি নীট কম্পোজিট লিমিটেড কারখানায় সাড়ে চার হাজার কর্মীর মধ্যে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সুবল চন্দ্র সাহা এ ঘোষণা দেন।

তিনি আরো বলেন, হ্যাপি নিউ ইয়ার বাস্কেট বিতরণ অনুষ্ঠানে সবার উপস্থিতি আমাকে আনন্দিত করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের কর্মীরা আমাদের সাফল্যের ভিত্তি। চ্যালেঞ্জিং সময়ের মধ্যে এই উদ্যোগটি আমাদের কর্মী ও তাদের পরিবারের প্রতি সমর্থন নিশ্চিত করার একটি উপায়। আমরা তাদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার জন্য আমাদের পদক্ষেপগুলি অব্যাহত রাখব। এই অনুষ্ঠান আবারও প্রমাণ করে এএমসি এবং বায়ার প্রতিষ্ঠান (বিএন্ডসি) একসাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ২৮ বছরেরও বেশি সময় ধরে আমরা একসাথে কাজ করছি। নিঃসন্দেহে এটি আমাদের জন্য গর্বের মাইলফলক।

দ্য কটন গ্রুপের বি এন্ড সি বায়ারের সিইও মি. লুক পিংক্সটন বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যবসায়িক সাফল্য সেই সমস্ত মানুষের কল্যাণের সাথে সম্পর্কিত, যারা এর পেছনে কাজ করে। এই উদ্যোগটি শুধুমাত্র গ্রোসারি বিতরণ নয়, এটি আমাদের প্রশংসা দেখানোর এবং আমাদের একসাথে যাত্রায় অবদান রাখা মানুষের জীবনে একটি অর্থপূর্ণ পরিবর্তন আনার উদ্দেশ্য। একসাথে আমরা সবার জন্য একটি সুন্দর ভবিষ্যত তৈরি করতে পারি। ১৯৯৭ সাল থেকে এসপি গ্রুপের সাথে অংশীদার হিসেবে কাজ করছি। ২৮ বছরেরও বেশি সময় ধরে যৌথ সহযোগিতা আামাদেরকে সামনে এগিয়ে নিয়ে চলেছে। এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অর্জিত সাফল্য। সুবল চন্দ্র সাহার প্রতিশ্রুতিশীল সহযোগিতার মাধ্যমে আমরা প্রায় সাড়ে ৪ হাজার কর্মী এবং তাঁদের পরিবারের জন্য আরও বেশি হ্যাপি নিউ ইয়ার ২০২৫ বাস্কেট বিতরণ করতে পেরেছি।

এএমসি কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর আদনান, ফরিদা ইয়াসমিন তুহিন এবং সেইফটি কমিটির সদস্য সুইং অপারেটর আফরোজা মালিকপক্ষকে কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমরা এই কারখানায় চাকরি করে লেখাপড়া করছি। আমরা প্রতি বছর গ্রোসারি আইটেম উপহার পেয়ে থাকি। আমরা নির্ধারিত সময়ের মধ্যে বেতন পাই। বর্তমান কঠিন সময়ে চাল, ডাল, চিনি, তেল পেয়েছি। আমাদের সন্তানদের লেখাপড়া করায় গিফট প্রদান করে কারখানা কর্তৃপক্ষ।

বেলজিয়ামের বিএন্ডসি’র প্যারেন্ট কোম্পানি দ্য কটন গ্রুপ, এসপি গ্রুপের সঙ্গে সম্মিলিতভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (চাল, ডাল, সয়াবিন তেল, চিনি এবং গমের আটা ইত্যাদি) বিতরণ করেছে। একই দিনে দ্য কটন গ্রুপ রশোদ ফেয়ার প্রাইস শপের সহযোগিতায় দেড় হাজার নারী শ্রমিকদের কল্যাণে স্কয়ার টয়লেট্রিজের সহায়তায় হাইজিন প্রোগ্রামের আয়োজন করে। এই উদ্যোগটি ঋতুচক্র স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ায় এবং প্রতিটি অংশগ্রহণকারীকে একটি সেনোরা ও স্যানিটারি ন্যাপকিনের প্যাক উপহার দেয়। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং নারীদের ক্ষমতায়নের প্রতি স্বাস্থ্যকৃর ও সমতা ভিত্তিক কর্মপরিবেশ গড়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুবল চন্দ্র সাহা, দ্য কটন গ্রুপের চিফ অপারেশন অফিসার লুক পিংক্সটন। নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো সকল কর্মী ও স্টাফকে বিনামূল্যে প্রদান করা হয়েছে। যা, নতুন বছরের শুরুতে সবার জন্য একটি উজ্জ্বল নিশ্চয়তার প্রতিফলন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram