আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।
গতকাল রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শখির উদ্দিন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন প্রমুখ।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান বলেন, ঠাণ্ডায় দুস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে। তাই তাদের কথা চিন্তা করে গরম কাপড় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালাম। তিনি বলেন, যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হবো।