ঢাকা
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৩:২৭
logo
প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৫

শৈলকুপায় প্রতিপিস ফুলকপিতে ৪টাকা লোকসান, হতাশায় চাষিরা

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সবজি ফুলকপি নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ফুলকপি চাষে খরচের টাকা না উঠায় তারা হাতাশা প্রকাশ করছেন। লাঙ্গলবাঁধ বাজার ও শৈলকুপা বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস ফুলকপি পাইকারি ২ টাকা থেকে শুরু করে ৬ টাকায় বিক্রি হচ্ছে।

শৈলকুপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৮৫ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামের আমজাদ হোসেন জানান, তিনি এবার ৪০ শতাংশ জমিতে ফুলকপির আবাদ করেছেন। ভরা এ মৌসুমে কপির যে দাম তাতে চাষিদের খরচের টাকা উঠবে না। এক বিঘা জমিতে ৪ হাজার পিস কপির চারা রোপণ করা যায়। এক পিস চারার মূল্য পড়ে আড়াই টাকা। এর সাথে সার, সেচ ও শ্রম হিসাব করলে বিক্রি পর্যন্ত এক পিস কপিতে খরচ হয় ১০ টাকার মত। আর তা যদি বিক্রি করতে হয় ২ টাকা থেকে ৬ টাকায়, তাহলে চাষির অবস্থা কোথায় গিয়ে দাড়াবে।

ফুলহরী গ্রামের বদর উদ্দিন বলেন, অনেক চাষি ফুলকপি মাঠে কেটে ফেলছে। দেড় কেজি ওজনের একটি কপি উৎপাদনে মিনিমাম ১০ টাকা খরচ হয়। আর তা বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ টাকা পিস। প্রত্যেক কপিতে লোকসান গড়ে ৪ টাকা। কপি বিক্রি করে পরিবহন খরচই হচ্ছে না বলে জানান।

লাঙ্গলবাঁধ বাজারের খুচরা সবজি বিক্রেতা শরিফহোসেন বলেন, পাইকারি প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকা থেকে ৬ টাকা। তারা দেড় কেজি ওজনের একটি কপি খুচরা বিক্রি করছেন ১০ টাকা। আমরা যে রকম কিনতে পারবো সেই রকম বিক্রি করব। কিন্ত চাষির তো ব্যাপক লোকসান।

ভরা মৌসুমে ফুলকপির এমন দামে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বর্তমানে ফুলকপি যে দামে বিক্রি হচ্ছে, তাতে চাষির অনেক লোকসান হবে। তার দাবি চাষির প্রত্যেকটা পণ্যের লোকসানের হাত থেকে বাঁচাতে হলে কৃষি বিপণন অধিদপ্তরের উচিত প্রত্যেকটা কৃষি পণ্যের উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে মূল্য নির্ধারণ করা। তাহলে চাষিরা উপকৃত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram