শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপা গাড়াগঞ্জ সড়কের বারইপাড়া নামক স্থানে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শৈলকুপা থেকে ছেড়া আসা একটা ইজিবাইক পথচারী অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করলে কিছু সময় পর আহত ব্যক্তি মারা যায় বলে কর্তব্যরত ডাক্তার জানান।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি চিকিৎসারত অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে বলে শুনেছি।